নিজস্ব প্রতিনিধি: রাজ্য-রাজ্যপাল সংঘাতের আঁচ সংসদে। রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে প্রত্যাহারের অনুরোধ। সংসদীয় গণতন্ত্রের স্বার্থে অবিলম্বে রাজ্যপালকে প্রত্যাহার করুন। রাষ্ট্রপতিকে অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
সোমবার সংসদের অধিবেশনে ভাষণ শেষ করে বেরিয়ে যাওয়ার মুখে তৃণমূল-কংগ্রেসের সাংসদদের মুখোমুখি হন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেইসময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি অনুরোধ করেন, সংসদীয় গণতন্ত্র রক্ষার স্বার্থে অবিলম্বে রাজ্যপালকে প্রত্যাহার করা হোক।