নিজস্ব প্রতিনিধি – সর্বভারতীয় ক্ষেত্রে কৃষক আন্দোলনে সাফল্যের পর এবার ছাত্র আন্দোলনকে মজবুত করতে ও চাকরিপ্রার্থী এসএসসি প্যানেলভুক্ত ছাত্রদের অবিলম্বে নিযোগের দাবিতে পথে নামল সংযুক্ত কিষান মোর্চা।

দীর্ঘদিন ধরে মধ্য কলকাতার মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেছেন এসএসসি পরীক্ষায় পাশ চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার তাঁদের অবস্থান মঞ্চে হাজির হলেন সংযুক্ত কিষান মোর্চার রাজ্য নেতৃত্ব।

কলকাতা ময়দানে গান্ধি মূর্তির পাদদেশে প্রায় ৫০ দিন ধরে চলছে এই অবস্থান বিক্ষোভ। সেই মঞ্চে এদিন হাজির হন সংযুক্ত কিষান মোর্চার সর্বভারতীয় নেতা অভীক সাহা, রাজ্য সংযুক্ত কিষান মোর্চার নেতা অমল হালদার প্রমুখ।

তাঁদের অভিযোগ, চাকরিপ্রার্থীদের শত আবেদনেও কর্ণপাত করছে না রাজ্য সরকার। অযোগ্য এবং অনুত্তীর্ণ এক শ্রেণির শিক্ষককে নিযোগ করে সরকার শিক্ষার মানের সঙ্গে আপস করছে।

Loading