নিজস্ব প্রতিনিধি – *নিমতৌড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কো-অর্ডিনেটর তিস্তা বিশ্বাসের। গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে ট্যাঙ্কার। আহত হয়েছেন বিজেপি নেত্রীর স্বামী ও মেয়ে। *রাজ্যে করোনা আক্রান্ত ফের হাজার ছুঁইছুঁই। দৈনিক সংক্রমণে কলকাতাই শীর্ষে, একদিনে ৪জনের মৃত্যু। উদ্বেগ বাড়াচ্ছে জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা।

*উত্তরাখণ্ডে ফের দুর্ঘটনা, ৫

বাঙালির মৃত্যু। কৌশানি যাওয়ার পথে খাদে আসানসোল-রানিগঞ্জের পর্যটকদের গাড়ি। আহত ১১, সঙ্কটজনক ৭।

*বীরভূমে  বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বোলপুর-শ্রীনিকেতন ব্লকের প্রায় পাঁচটি গ্রামের বেশ কিছু বাসিন্দা ।

*এবার কলকাতায় ১০০ ছাড়াল ডিজেল। লিটারে ৩৬ পয়সা বেড়ে শহরে ডিজেলের নতুন দাম হল ১০০ টাকা ১৪ পয়সা। লিটারে ৩৩ পয়সা বেড়েছে পেট্রোলও। বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের নতুন দাম ১০৮ টাকা ৭৮ পয়সা। কলকাতা-সহ রাজ্যের ২৩টির মধ্যে ২২টি জেলাতেই সেঞ্চুরি পার করেছে ডিজেল।

 *রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার তোড়জোড় শুরু হয়েছে। কিন্তু এখনও বন্ধ রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, রাজ্যের তরফে এখনও কোনও নির্দেশ যায়নি বিশ্বভারতীতে। রাজ্য সরকার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে খোলার নির্দেশ দেয় সেই অপেক্ষায় রয়েছে পড়ুয়ারা।

Loading