কবিতা – বাতাসে ছবি ভাসে
কলমে – কৃষ্ণকলি বেরা
ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ
৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া
কলকাতা -৭০০০৮৪, থানা -নরেন্দ্রপুর
দিনটা যখন নেমে আসে
ক্লান্ত রবির ওপর,
পাখির ডানায় সন্ধ্যা নামে
জড়িয়ে ধূসর চাদর।
আবছায়ারা করে খেলা
গাছপালার ঐ বাঁকে,
বাতাস যেন স্তব্ধ,নিসাড়
নদীর কাব্য আঁকে।
উদাস নয়ন ব্যাকুল বিষাদ
পথ পানে কার আশে,
দিন ফুরানোর ছন্দ যেথায়
কবির খেয়ালে মেশে।