কবিতা – জীবন কথা

কলমে – সোমা রায়

যোগেন্দ্রনগর, আগরতলা, ত্রিপুরা

মুখ বলে, আমি বলি বড্ড বেশি ,

চোখ বলে ,আমি দেখি রাশি রাশি ,

কান বলে ,আমি  ভালো- মন্দ শুনি ,

 হাসি আমরা কাজ সেরে মিটিমিটি ,

মন বলে কখনো হাসি কখনো তাই কান্না কাটি ,

বিবেক বলে কখনো জাগি কখনো আমি ঘুমিয়ে পড়ি,

 ক্ষনিকের সুখে দিনাতিপাত করি,

দুদিনের মঞ্চে লম্ফ -ঝম্প করে মরি ,

হিতাহিত জ্ঞান বলে নাহি কিছু জানি ,

আখেরে নিস্তেজ হয়ে  চিরনিদ্রায় শুয়ে পড়ি l

Loading