নিজস্ব প্রতিনিধি – আবার নারদ কান্ডে আবার জড়িয়ে পড়লেন রাজ্যের ৪ হেভি ওয়েট নেতা। উল্লেখ্য কয়েক মাস আগেই এই নারদ কাণ্ডের জন্য জেলে যেতে হয়েছিল রাজ্যের বর্তমান এবং প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীদের। দীর্ঘ লড়াইয়ের পর মিলেছিল জামিন। এবার ফের বিপাকে রাজ্যের বর্তমান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কার্যনির্বাহী পুরপ্রশাসক ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন তৃণমূল নেতা তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। এই চার জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। রেহাই পাননি আইপিএস অফিসার এসএমএইচ মির্জা। তাঁর বিরুদ্ধেও চার্জশিট পেশ করা হয়েছে। সূত্রের খবর, রাজ্যের দুই মন্ত্রী ও বিধায়ককে বিধানসভার স্পিকারের মাধ্যমে সমন পাঠানো হবে। বাকি দু’জনের বিরুদ্ধেও আদালতে সমন জমা পড়েছে।