নিজস্ব প্রতিনিধি- করোনাবিধি আরও শিথিল করল রাজ্য সরকার। এবার সিনেমা ও ধারাবাহিকের শুটিং এবং জিম খোলার ক্ষেত্রে ছাড় দেওয়া হল। সোমবার একটি নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে নবান্ন।

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত ৯টা পর্যন্ত খোলা যেতে পারে জিম। তবে করোনার দু’টি টিকা নেওয়া থাকলেই গ্রাহক এবং কর্মীরা জিমে যেতে পারবেন।

এছাড়াও সঙ্গে রাখতে হবে আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট। এদিকে, করোনাবিধি মেনে সিনেমা এবং ধারাবাহিকের আউটডোর শুটিংয়েও ছাড় দেওয়া হয়েছে। ছাড় মিলেছে যাত্রার ক্ষেত্রেও। নির্দেশিকায় জানানো হয়েছে, করোনাবিধি মাথায় রেখে ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা মাঠে যাত্রানুষ্ঠান চলতে পারবে রাত ৯টা পর্যন্ত। চার দেওয়ালের ভেতর যাত্রার আয়োজন হলে সর্বোচ্চ ২০০ দর্শক উপস্থিত থাকবেন

Loading