নিজস্ব প্রতিনিধি – ভারতে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০,৮৩৪। মৃত্যু হয়েছে ৩,৩০৩ জনের। সুস্থ হয়েছেন ১,৩২,০৬২ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৫৪,৫৩১। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৯৪,৩৯,৯৮৯। মৃত্যু হয়েছে ৩,৭০,৩৮৪ জনের। সুস্থ হয়েছেন ২,৮০,৪৩,৪৪৬ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১০,২৬,১৫৯। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের মধ্যে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮,৯৮,৫৫০। মৃত্যু হয়েছে ১,০৮,৩৩৩ জনের। সুস্থ হয়েছেন ৫৬,৩১,৭৬৭ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১,৫৮,৪৫০। মহারাষ্ট্রের পর রয়েছে কর্ণাটক। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,৫৭,৩২৪। মৃত্যু হয়েছে ৩২,৭৮৮ জনের। সুস্থ হয়েছেন ২৫,৩২,৭১৯ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১,৯১,৮১৭। কেরলে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,১৬,৬৫৫। মৃত্যু হয়েছে ১০,৯৭৫ জনের। সুস্থ হয়েছেন ২৫,৭৫,৭৬৯ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১,২৯,৯১১। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টম স্থানে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৫৭,২৭৩। মৃত্যু হয়েছে ১৬,৪১২ জনের। সুস্থ হয়েছেন ১৪,২৪,২১৩ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১৬,২৪৮।

Loading