নিজস্ব প্রতিনিধি- চলতি বছর একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৮৮২ জন। গত ৮৩ দিনের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ১৩ লাখের বেশি মানুষ। একদিন আগের চেয়ে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৭ শতাংশ বেশি। একদিন আগে আক্রান্তের সংখ্যা ছিল ২৩ হাজার ২৮৫। এক বছরে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৭২৮। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫৮ হাজার ৪৪৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৪০ জন।
চলতি বছরের জানুয়ারি মাস থেকেই ভারতে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। এর সঙ্গেই পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এক লাফে অনেকটাই বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ২ হাজার ২২। করোনা সংক্রমণ এখন পর্যন্ত সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপরেই সংক্রমণে এগিয়ে কেরালা, পাঞ্জাব, তামিলনাড়ু, কর্ণাটক এবং গুজরাট।
গত দু’সপ্তাহে হু হু করে সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্রে। কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার মহারাষ্ট্রে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখেরও বেশি।
মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানাতেও ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশে সর্বোচ্চ সংক্রমণের তালিকায় যে ১০টি শহর তার মধ্যে ৮টিই মহারাষ্ট্রে অবস্থিত। এগুলো হলো, পুনে, নাগপুর, থানে, মুম্বাই, জলগাঁও, নাসিক এবং ঔরঙ্গবাদ।
মহারাষ্ট্রে শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৮১৭ জন। চলতি বছরে ওই রাজ্যে এটাই একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।