নিজস্ব প্রতিনিধি – করোনা রোগীর সংখ্যা কমে যাওয়ায় রাজ্য স্বাস্থ্য দপ্তর হাসপাতালগুলি থেকে কোভিড হেল্প ডেস্ক তুলে নিলো। আর এর জেরে সমস্যায় পড়েছে রোগীদের পরিবার। খবর পেতে তাদের হিমশিম খেতে হচ্ছে। উল্লেখ্য, অক্টোবরের শুরু থেকেই বন্ধ রয়েছে এই পরিষেবা। রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে বলা হচ্ছে সরকারি হাসপাতালগুলো থেকে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমে যাওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোগীদের অভিযোগ, হেলথ ডেস্ক এ ফোন করলে কেউ ধরছে না । রোগীরা অসহায় অবস্থায় খোঁজ নিতে হচ্ছে চিকিৎসকদের কাছ থেকে। কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য , স্বাস্থ্য ভবন থেকে কোভিড হেলথ ডেস্ক তুলে নেওয়া হয়েছে । তাই রোগীর পরিবাররা কোন খোঁজ খবর পাচ্ছেন না। স্বাস্থ্য দপ্তর থেকে বলা হচ্ছে হেল্পডেস্ক উঠে গেলে ও স্বাস্থ্য দপ্তরে ওয়েবসাইটে গিয়ে রোগীর আপডেট জানার অপশন চালু রয়েছে।
102 total views, 2 views today