নিজস্ব প্রতিনিধি – বিকাশ ভবনের  সামনে বিক্ষোভ দেখালো ২০১৪ সালের প্রাথমিকের টেট পরীক্ষায় উত্তীর্ণরা। তাদের দাবি,  অবিলম্বে নিয়োগ করতে হবে, তা না হলে তারা  আত্মহত্যার হুঁশিয়ারি দেয়। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। এর ফলে  উত্তেজনা ছড়ায় বিকাশ ভবন চত্বরে।

এদিকে বুধবারই স্কুলে গ্রুপ-ডি কর্মী  নিয়োগে দুর্নীতির অভিযোগের মামলায় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে  তীব্র ভৎসনা করেছে কলকাতা হাইকোর্ট । এর ২৪ ঘণ্টার মধ্যেই ফের রাস্তায় নামলেন ২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রার্থীরা। আন্দোলনকারীদের জানাচ্ছে,

২০১৪ সালের প্রাথমিক টেটে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ২০১৫ সালে টেট পাস করেন তাঁরা। এরপর সরকারি উদ্যোগে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা DLEd-এর প্রশিক্ষণ নেন তাঁরা। তাঁদের আরও দাবি, গত বছরের নভেম্বরে প্রাথমিকে ১৬ হাজার ৫০০ জন শিক্ষক নিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেই নিয়োগ হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। ১২ হাজার পদে নিয়োগ হয়েছে বলে দাবি তাঁদের। বাকি সাড়ে ৪ হাজার পদে এখনও নিয়োগ হয়নি বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের।

Loading