নিজস্ব প্রতিনিধি – যা আশঙ্কা করা গিয়েছিল তাই হল। পুজোর পরে দেখা গেল সংক্রমণের হার বৃদ্ধি। এর জন্য আতঙ্কিত কলকাতা পৌরসভা। জরুরী ভিত্তিতে তারা কাজ শুরু করে দিলো।পুজোর জন্য ২৫ অক্টোবর পর্যন্ত পুরসভায় ছুটি ঘোষণা থাকলেও, বাতিল করে দিল স্বাস্থ্য বিভাগের ছুটি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই কাজ শুরু করবে এই বিভাগ। স্বাস্থ্যবিভাগের নির্দেশ অনুযায়ী করোনা পরীক্ষার পাশাপাশি আবার জোরকদমে শুরু হবে ভ্যাকসিনেশন। পুর প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানান, ‘পুরসভার ছুটি ঘোষণা করা হয়েছে ২৫ অক্টোবর পর্যন্ত। পুরসভা যেদিনই খুলুক মঙ্গলবার খুলে যাবে স্বাস্থ্যকেন্দ্র। টেস্ট- ভ্যাকসিনেশনে জোর দেওয়া হবে। ‘

 110 total views,  4 views today