নিজস্ব প্রতিনিধি- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বৃহস্পতিবার আফগানিস্তান ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন। গতকাল সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।  বলা হয়েছে, আফগান পরিস্থিতি নিয়ে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের নেতাদের বিস্তারিত জানাতে নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি। তবে আফগানিস্তান ইস্যুতে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। জয়শঙ্কর জানান, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে পার্লামেন্টের উভয় কক্ষের নেতাদের অবহিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। পরে এই বিষয়ে বিস্তারিত জানাবেন পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী।

 118 total views,  4 views today