নিজস্ব প্রতিনিধি – ভারতে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায়, আবারও চালু হতে পারে পর্যটন ভিসা। কেন্দ্রীয় সরকার টিকাপ্রাপ্তদের পর্যটন ভিসার জন্য আবেদন করার অনুমতি দেবে। খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, অর্থনীতির গতি বাড়ানোর লক্ষ্যে ভারত সরকার খুব শিগগিরই পর্যটন ভিসা দেওয়া শুরু করার কথা ভাবছে।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেছেন, পুনরায় পর্যটন ভিসা চালুর বিষয়ে আনুষ্ঠানিক কাজ শুরু করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল। যেখানে স্বরাষ্ট্র সচিবের সভাপতিত্বে পর্যটন ভিসা পুনরায় চালু করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, সাধারণ সময়ে প্রতি বছর প্রায় এক কোটি পর্যটক বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতে বেড়াতে আসতেন।

Loading