নিজস্ব প্রতিনিধি – ওমিক্রন আতঙ্কের মাঝেই দেশে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৭৮৪ জন সংক্রামিত হয়েছেন। সোমবার সংক্রামিত হয়েছিলেন ৭ হাজার ৩৫০ জন। এদিকে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৯৯৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫২ জনের। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৮৮ হাজার ৯৯৩টি। কেন্দ্রীয়  এদিকে স্বাস্থ্যমন্ত্রকের তরফে এখনও পর্যন্ত ১৩৩.৮ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।

 32 total views,  2 views today