স্মার্ট ফোন অ্যাডিক্টেড

কলমে- বিজন চন্দ

টালিগঞ্জ ,কলকাতা , ভারত

********

পরিচিতি- কবি -সাহিত্যিক ও সংগঠক – বিজন চন্দ। ৯৪৩৩১১২০৯২

 জন্ম -এগরা, পূর্ব মেদিনীপুর ,পশ্চিমবঙ্গ, ভারত।  পিতা পুলিন বিহারী চন্দ , মাতা স্বর্ণময়ী দেবী। স্থায়ী বাসিন্দা  – টালিগঞ্জ, কলকাতা।

কবি পেশায় জীববিদ্যার শিক্ষক । এছাড়া  চলচ্চিত্রাভিনেতা সঞ্চালক,সংগঠক ও শিল্পী।  সম্পাদনা – আকাশ বলাকা (সাহিত্য পত্রিকা) ,উচ্চ মাধ্যমিক সাথী (বিজ্ঞান পত্রিকা)। গ্রন্থ  – অনন্যা,অন্বেষণ অভিমানী, অন্তরালে,অমর প্রেম, প্রত্যাশার বর্ণমালা, কাব্য মঞ্জুরী…  সাহিত্য সংস্কৃতির অভিনন্দন যাত্রা আসাম ,ত্রিপুরা ,ভারত ও বাংলাদেশ।

********

হাতে নিয়ে মোবাইল

 কানে হেডফোন

হাসি কান্না খেলে মুখে

 যখন তখন ।

স্মার্টফোনে টাচ করা

  আঙ্গুলের খেলা

 খাওয়া-দাওয়া ভুলে গেছি

 ফোনে তিন বেলা।

 চাল নেই ডাল নেই

 নেই কোনো বাজার

 ঘর ছেড়ে না বেরুনোর

  অজুহাত হাজার হাজার।

 স্মার্ট  ফোনে দিচ্ছি অর্ডার

  হোম ডেলিভারি

 ব্যাঙ্ক অফিস  হোটেল বুকিং

 এ ভাবেই করি ।

খেলাধুলা বন্ধুবান্ধব নেই

করিনা মেলামেশা

বন্ধ ঘরে বসে থাকি

শুধু মোবাইলে নেশা ।

স্বজন সব হারিয়ে গেছে

তাতে নেই দুঃখ হতাশ

সেলফ কনফিডেন্স নেই

 মোবাইলে ক্রীতদাস ।

এখন মোবাইল ধরি না আমি

সে আমায় ধরে

সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ

 মাথায়  দেয় ভরে ।

ঘরে বসে বসে আমার

হল হোমসিক্ নেস

বেডশোর হয়ে গেছে

 তবুও আছি  বেশ ।

ডিপ্রেশনে ভুগতে থাকি

নোটিফিকেশন না এলে

 লাইক -কমেন্ট দেখে

 ঘুমটা যায় চলে ।

ফেসবুক হোয়াটসঅ্যাপ

 রোজ করি আপডেট

এখন আমি পুরোপুরি

স্মার্টফোন  অ্যাডিক্টেড।

Loading