শ্রদ্ধায় স্মরণে,কবি প্রনাম

কলমে – স্বপ্না মজুমদার

 

আমার কবি, সকলের প্রিয় কবি

বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার জন্মদিন বারে বারে আসে

আসবে জানি,

আসুক ফিরে ফিরে,

নাই বা রইলে অবয়বে, আছো তুমি

সকলের মননে,অন্তরে।

তাইতো, তোমার ভাবনায় বলতে হয়

আজি হতে শতবর্ষ পরে,কে তুমি পড়িছ বসি

আমার কবিতাখানি, কৌতুহল ভরে—-

প্রিয় কবি, তুমি ছাড়া এভাবে প্রানের আবেগে

দুলিয়ে যাবে কে?

তোমার গান, কবিতা, ছোটো গল্পে আজো একান্ত

অবসরে মন ডুবিয়ে শ্রোতা হয়ে উঠি।

তোমার গানে মনের টানে  হিল্লোল ওঠে প্রানে

গেয়ে ওঠে মন— মোর বীণা ওঠে কোন সুরে বাজি

কখনো মন প্রেমের গানে গুনগুনিয়ে ওঠে

মন বলতে চায়—-

সেদিন দুজনে দুলেছিনু বনে

ফুল ডোরে বাঁধা ঝুলনা—-

প্রেমেতে মন দোলে ফুলবনে কল্পনায় হাতে হাত

রেখে আপন মনের মাধুরী মিশিয়ে রাঙিয়ে ওঠে মন

হয়ে ওঠে বর্ণময়।

ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে —-

এমন গানে  মন যেন কোথায় কোন অজানায়

ভেসে যেতে চায়, শুনতে শুনতে মন হারিয়ে যায় গহীনে নিবিড়ের সন্ধানে।

ছোটো গল্পের পাতা ওল্টাতে গিয়ে যখন নিরুপমার

কথা পড়ি,ভাবি সমাজটা আজো পুরোপুরি

সঠিক হয়ে উঠলো না,

আজো ঘরে ঘরে বহু নিরুপমা গুমরে গুমরে কাঁদে

অসহায় মেয়ের বাবা, শুধুমাত্র অর্থনৈতিক কারণে

মেয়েকে পণের বলী হতে দেখে।

এ সমাজ বদলাবে আর কবে?

কবির কলমে আঁচড়ে আঁচড়ে পড়েছি কতো গল্প

কাবুলীওয়ালার সেই ছোট্ট মিনির ছোট্ট ছোট্ট কথাগুলো

মন ছুঁয়ে যায়,

দাগ কাটে মনে কাবুলীওয়ালার সংলাপ।

কিম্বা ওই পোস্টমাস্টার গল্পের সেই কিশোরী অনাথিনী রতনের মনের কথা,বুঝেও কেউ বোঝেনি,

সহজ প্রানবন্ত গল্প কবিতা পড়তে গিয়ে কবি তোমায়

শুধু ভাবি,

গগনে গরজে মেঘ ঘন বরষা,কূলে একা বসে আছি

নাহি ভরসা—–

প্রেমের কবিতা, গান তোমায় ছাড়া ভাবাই যায় না

মনের সুক্ষ্ম অনুভূতিতে হয়েছে সহস্র জাগরণ

        তবু,মনে রেখো যদি দূরে যাই চলে

যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়,নব প্রেমজালে

                 যদি থাকি কাছাকাছি

দেখিতে না পাও,ছায়ার মতো আছি না আছি

                      তবু মনে রেখো।

অসাধারণ গানে কবিতায়,গল্পে  তুমি দিয়েছো ডালি সাজিয়ে,

তাইতো, তোমার কথায় বলতে হয়,

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি

আমার কবিতাখানি, কৌতুহল নিয়ে —-

আজো পড়ে চলেছি,পড়বোও চিরদিন তোমাকে ভালোবেসে স্মরণে রেখে।

আজ তোমার জন্মদিনে জানি ফুলের মালা চন্দনে

সুশোভিত হবে তুমি,হবে বহু অনুষ্ঠান, শুধু তোমায়

ভেবে সম্মানে,

আমিও জানাই শতকোটি প্রনাম তোমার ও দুটি

স্নিগ্ধ কমল চরণে।।

Loading