সশস্ত্র সংসদীয় গণতন্ত্র

কলমে – মুজিবর রহমান মল্লিক  

 

বাম ডান সকলে ধরে অস্ত্র,

বন্দুকের নল হলো ক্ষমতার উৎস।

মুখে বলে আমরা শান্তি গণতন্ত্রের অতন্দ্র প্রহরী,

ক্ষমতার জন্য সব সময় করি খুনখারাবি।

ব্যালটে নাকি হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত,

শোষণ আর লুট তন্ত্রের জন্য মসনদে অধিষ্ঠিত।

সার্বিক ভোটাধিকার না ভোটের নামে প্রহসন,

মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে চাই সিংহাসন।

Loading