নিজস্ব প্রতিনিধি – বিজেপি ছাড়লেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শুক্রবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন তিনি। এর আগে রাজ্য নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়ার পাশাপাশি, দলের সমস্ত কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নিলেন কৃষ্ণবাবু।
বেশ কিছুদিন ধরে বিজেপি বিরোধী সুর শোনা যাচ্ছিল কৃষ্ণবাবুর গলায়। তিনি রীতিমতো জেলা সভাপতি ও সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এরপর থেকেই বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বিজেপি ছাড়া নিয়ে জোর গুঞ্জন শুরু হয় রাজনৈতিক মহলে। তবে দল ছাড়লেও তৃণমূলে যোগদানের বিষয়ে এখনও কিছুই বলেননি কৃষ্ণবাবু।
104 total views, 2 views today