নিজস্ব প্রতিনিধি –  গতবারের মতো এবারও পুজোয় মণ্ডপে থাকছে ‘নো এন্ট্রি জোন’। এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। গতবছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট। রাজ্যের তরফে আদালতকে জানানো হয়েছে, পুজো মণ্ডপে ‘নো এন্ট্রি জোন’ রাখা হলে আপত্তি করা হবে না।

ছোট পুজো মণ্ডপগুলিতে উপস্থিত থাকতে পারবেন সর্বাধিক ১৫জন পুজো উদ্যোক্তা এবং বড় পুজোর ক্ষেত্রে উপস্থিত থাকতে পারবেন সর্বাধিক ২৫জন পুজো উদ্যোক্তা। যাঁরা মণ্ডপে প্রবেশ করবেন তাঁদের তালিকা আগে থেকে ঠিক করে রাখতে হবে। প্রতিটি পুজো মণ্ডপের বাইরে ব্যারিকেড করতে হবে। গতবছরের মতো চলতি বছরেও একই বিধিনিষেধ জারি থাকবে। ফলে এবারের দুর্গাপুজো থেকে কালীপুজো হতে চলেছে দর্শকশূন্য মণ্ডপে।

Loading