কবিতা- বিদ্যাসাগর

কলমে : সুশান্ত সাহা

 

কাঠখোট্টা মানুষ তুমি

রংটা বেজায় কালো,

মস্ত মাথায়  ঘুরতো খালি

সমাজ বদলানো..,.

দিনরাত তো ঘুরতে খালি

লোকের ঘরে ঘরে

ভাবতে খালি বিধবাদের

পড়াবে কেমন করে…..?

 

সময় ছিল আগুন ঝরের

কুসংস্কারের সব ছবি

দিতে তুমি যুক্তি যতই

বিধবাদের লাগতো আজগুবি,

বলতে তুমি পড়তে হবে

বলতে হবে কথা

এক রোখা জেদে ভরলে কেমন

পাঠ-শালা সব কটা।

 

ফুটলো হাসি বিধবাদের

বুঝল মজা খুব

জ্ঞানের আলো ওরাও ছড়ালো

পাড়ায় পাড়ায় চুপ….

বিদ্যাসাগর দয়ার সাগর  

বিশ্বজোড়া নাম

বিধবাদের গর্ব তুমি

আমাদের ভাষায় মহান….।

Loading