কবিতা – পোলির গন্ধ

কলমে – কৃষ্ণকলি বেরা

ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ, ৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া

কলকাতা -৭০০০৮৪, থানা -নরেন্দ্রপুর

 

দুদিন এসেছিল, হেসেছিল

কিছুদিন ভেসেছিল অধরা

স্বপ্নে।

নীল নদের জলে তখন ভেসে যায় অর্চিত নামগুলি , চারিদিকে জলডোবা প্রস্তর চাঙের অমসৃণ তলদেশে ঠোক্কর

খেতে খেতে।

নীলাভ খোঁপা নিয়ে নারী এক মাথা নাড়ে,

আমার মাথায় একপায়ে দাঁড়িয়ে মস্ত এক ফুল

সলজ্জ হাসি হাসে।পৃথিবীর গহন ভালোবাসার নীল রঙে চোবানো,

বিশেষ আমল দিইনা।

যখন‌ই লেখায় হাত দি

ধোঁয়ার কুন্ডলী পাক খায় হাতের রোয়াতে।

টিপ টিপ উঠছে,ডুবছে

নক্ষত্ররাজি,

তারা ঢাকা মেঘ,আর

মেঘে ঢাকা তারা,

গন্ধপোলির ছন্দ

ঘুরে বেড়ায় একা একা।

Loading