মাতৃদিবস

কলমে ও কন্ঠে-মফিজুর রহমান (মাফিজ)

……………………..

কবিতাটি শুনতে এবং শেয়ার করতে এখানে ক্লিক করুন

মায়ের আবার বিশেষ দিবস
তাও বছরে একটা দিন।
প্রতিদিন হলে মাতৃ দিবস
তাতে শোধ হবে মাতৃঋণ?
বুকের দুগ্ধ করিয়ে সেবন
যে জননী দিল নতুন জীবন।
রোদ বৃষ্টি তুফান ঝড়ে
বুকের মাঝে রাখতো ধরে।
শত ব্যথা সয়ে বছর বছর
লাগতে দেয়নি কাঁটার আঁচড়।
সেই জননীর বিশেষ দিন
এভাবে শুধবে মাতৃ-ঋণ!
যুগের হাওয়ায় ভাসিয়ে গা
হয় না যেন এমনটা।
বছর কাটলো মাকে দূরে রেখে
আজ শুধু চাই ধরতে বুকে।
মুখে দিই নিকো কখনো ভোজ
সেলফি তুলতে মায়ের খোঁজ।
ফেসবুকেতে দেখাতে জনে
কত ভালোবাসি মাকে মনে প্রানে।
সন্তানদের বলছি আজ
মা হোক তোমার মাথার তাজ।
বাসলে ভালো বেসো বুক থেকে
স্নেহময়ী মার পদ বুকে রেখে।
যতদিন ধরে থাকবে জীবন থাকবে মাথা এ মনে।
মায়ের দিবস করবো পালন প্রতিদিন প্রতি ক্ষণে।

সমাপ্ত।

Loading