হিসাব
কলমে – সোনালী মুখার্জী
আমার সাথে কেবল চুল চেরা হিসাব
আমি ক্লান্ত,অবসন্ন একাকী
একাকী বলতে সব দায়-দায়িত্ব
পালন করা এক বেহিসাবি
করেছি কেন?
কে বলেছিল?
আজো উত্তর দিতে পারিনি।
মায়া-মমতা,ভালোবাসা
দায়-দায়িত্বের ভার কে কখন কবে এবং কীভাবে চাপিয়েছিল,
তারিখ গিয়েছি ভুলে।
সকলে যারা ছিল ঘিরে
তারাই বলে নিজের কথা ভাবোনি কেন?
উত্তর পাইনি খুঁজে
তোমরা যারা আমার মতো
এক ই কথা শুনে থাকো?
উত্তর কী দাও বলবে?
চোখের জলের মূল্য কেহ কী বুঝবে?
এসেছি যখন যাবো তো বটেই
প্রশ্ন গুলো মাথায় নিয়েই
নিথর দেহ বিদায় নেবে।
চাওয়া পাওয়ার হিসাবের বাইরে আমি,
সম্পর্ক টা ছিল আমার কাছে বড্ড দামী।