শান্তি রায়চৌধুরী :   আরো বেশি করে প্রাক্তন ক্রিকেটাররা যাতে পেনশন পেতে পারেন তার জন্য চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।বিসিসিআই সূত্র থেকে জানা গেছে খুব শীঘ্রই বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এ বিষয়ে প্রস্তাব আনতে পারেন। সেই সঙ্গে চিন্তাভাবনা আছে এবার থেকে ক্রিকেটারদের অনুপস্থিতিতে তাদের পরিবারের সদস্যরাও যাতে পেনশন পেতে পারে তার ব্যবস্থা করবে বোর্ড।

ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন এর মাধ্যমে এতদিন পর্যন্ত যারা পঁচিশটি বা তার বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন শুধু তারাই আজীবন পেনশন পেতেন। নতুন প্রস্তাব অনুযায়ী নিম্নতম ম্যাচের সংখ্যা কমে ১০ পর্যন্ত নেমে আসতে পারে । সে ক্ষেত্রে অনেক বেশি ক্রিকেটার এর আওতায় আসবেন শুধু তাই নয় তাদের অবর্তমানে ক্রিকেটারদের স্ত্রী ও স্বামীরাও পেতে পারেন পেনশন। অংশুমান গায়কোয়াড় আরো জানিয়েছেন ,

বোর্ডের শেষ বৈঠক পেনশন নিয়ে কিছুটা আলোচনা হয়েছে।  সৌরভ আশ্বস্ত করেছেন  আগামী বৈঠকে এই প্রস্তাব পেশ করবেন।  এতদিন ২৫ টি ম্যাচ খেলা ক্রিকেটাররা পেনশন পেতেন, এখন তা কমে দশটি ম্যাচ হতে পারে। তবে যারা আগে থেকে পেনশন পেতেন  তাদের পেনশন বাড়ার কোন প্রস্তাব নেই।

 প্রসঙ্গত পেনশন নিয়ে ষাটের দশকের ক্রিকেটারদের বিস্তর অভিযোগ আছে । কারণ সে সময় দেশের হয়ে যারা প্রতিনিধিত্ব করেছেন তারা বেশি পেনশন পেতেন না। উল্লেখ্য, সৌরভরা ক্ষমতায় আসার পরই ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক সচ্ছলতার দিকে নজর দিয়েছে বোর্ড । আসন্ন মরশুম থেকে ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর কথা ঘোষণা করেছেন বিসিসিআই।  শুধু তাই নয় গত মৌসুমে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া ক্রিকেটারদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথাও  জানানো হয়েছে।

 

Loading