নিজস্ব প্রতিনিধি -করোনা (কোভিড-১৯) ছড়ানোর কারণে চীনকে পুরো বিশ্বে ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি তোলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। সেইসঙ্গে তিনি বলেন, করোনা ছড়ানোর জন্য চীন আমেরিকাকে ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।   ট্রাম্প শুরু থেকেই দাবি করে এসেছিলেন, উহানের ল্যাব থেকেই করোনা ছড়িয়েছে পুরো বিশ্বে। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘আমি জানি না, সেটা দুর্ঘটনা (উহানের ল্যাব থেকে করোনা ছড়ানো) ছিল কি না। আশা করছি, দুর্ঘটনাই ছিল। কত দেশ এর জেরে বিধ্বস্ত হয়ে গেছে। আমেরিকাকে যেমন চীনের ক্ষতিপূরণ দেওয়া উচিত, তার থেকে অনেক বেশি পরিমাণ ক্ষতিপূরণ তাদের দেওয়া উচিত বিশ্বকে। যে দেশগুলো বিধ্বস্ত হয়ে গেছে, তারা আর কখনও ঘুরে দাঁড়াতে পারবে না। আমাদের দেশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমাদের দেশ থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাকি আরও বহু দেশ। ’ ‘দেখুন ভারতে এখন কী পরিস্থিতি তৈরি হয়েছে। সবাই একটা সময়ে বলত, ভারত কত ভালো অবস্থায় রয়েছে। তবে এবার ভারতের অবস্থাও খারাপ। পাশাপাশি গোটা বিশ্বের অবস্থাও খারাপ। ’  ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয়, এটা জানা খুবই জরুরি যে, এই ভাইরাসের উৎসস্থল কোথায়। আমার মনে হয়, আমি জানি। চীনের এ বিষয়ে সাহায্য করা উচিত। বর্তমানে এক আমেরিকা ছাড়া চীন এমন একটি দেশ যাদের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। ’

Loading