অচেনা বৈশাখ
কলমে- কবি সাহিত্যিক কাজল দত্ত
বসিরহাট খোলাপোতা. উত্তর 24 পরগনা
********
তপ্ত তপনের দখনে পুড়ে হচ্ছে সব খাক
আপন খেয়ালে পুড়িয়ে চলে এ কোন বৈশাখ!
বৃষ্টিহীনে রবির রোষানলে ধুঁকছে ধরার বুক,
হানো দেখি কালবৈশাখী,আনো পৃথির বুকে সুখ।
তাপিত শঙ্কিত তৃষিত বসুধার প্রাণীকুল,
তোমার বুকে বৃষ্টি সুখে কর গো হুলস্থুল।
নতুন উল্লাসে সবুজেরা যাক ভেসে তরু শাখে,
ফিরুক প্রাণ ধরার মাঝে আবার অচেনা এই বৈশাখে।।