শান্তি রায়চৌধুরী: করোনার থাবায় বিপর্যস্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। নাজেহাল চিকিৎসক থেকে নার্স। এই মুহূর্তে আক্রান্ত হয়েছেন অন্তত ২২ জন চিকিৎসক, নার্স। এরমধ্যে রয়েছেন তিনজন নার্সিং সুপার। মেডিকেল কলেজ সূত্রে বলা হচ্ছে, শিশু বিভাগের ইনচার্জ  ও  করোনায় আক্রান্ত হয়েছেন।

রিপোর্ট হাতে পাওয়ার পর থেকে প্রত্যেককে অবিলম্বে আইসোলেশনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে কেউ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রয়েছেন কি না, তা জানতে প্রত্যেকের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিকেল জিনোমিক্সে পাঠানো হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এই পরিস্থিতি উদ্বেগ ছড়িয়েছে চিকিৎসক মহলে।

Loading