শান্তি রায়চৌধুরী: কিছুদিন আগে করোনা আক্রান্ত রোগীদের জন্য জরুরিকালীন চিকিৎসার জন্য ছাড়পত্র পেয়েছিল মলনুপিরাভির নামে এক কোভিড অ্যান্টিভাইরাল ট্যাবলেট। এবার সেই ট্যাবলেট এল বাজারে। কারা আনলো এই ট্যাবলেট:

বিডিআর ফার্মাসিউটিক্যালের সঙ্গে গাঁটছড়া বেঁধে ম্যানকাইন্ড ফার্মা ভারতীয় বাজারে মলনুপিরাভির এনেছে।

ট্যাবলেট এর খরচ কত;

জানা গিয়েছে, এই ট্যাবলেটের পাঁচদিনের কোর্সের খরচ ১,৩৯৯ টাকা।

খাওয়ার নিয়ম;

প্রতিদিন ৮০০ মিলিগ্রাম করে দু’বার খেতে হবে ট্যাবলেট। ২০০ মিলিগ্রামের মোট ৪০টি ওষুধ নিতে হবে রোগীকে। টানা পাঁচদিন চলবে কোর্স। জরুরিকালীন ভিত্তিতে এই ট্যাবলেট রোগীদের চিকিৎসার খরচ অনেকটাই বাঁচাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোমবার দিল্লিসহ কয়েকটি শহরে এসেছে এই ট্যাবলেট।

Loading