শান্তি রায়চৌধুরী: রাজ্যে করোনা অতিমারির কারণে বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার।  পর্যটনকেন্দ্রগুলির ওপর বেশি নজর রাজ্যে সরকার। আর তারাপীঠকেও পর্যটনকেন্দ্রের মধ্যে ধরেছে জেলা প্রশাসন।

ফলে মঙ্গলবার সকাল থেকে তারাপীঠে বহিরাগত যাত্রীদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন দুপুরে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের এ নিয়ে একটি জরুরি বৈঠক ডাকে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত কিছুদিনের জন্য তারাপীঠ এলাকার সমস্ত হোটেল বন্ধ থাকবে।

সেই সঙ্গে জানিয়ে দেয়া হয়েছে মন্দির চত্বরে ৫০ জনের বেশি মানুষকে থাকতে দেওয়া হবে না। জানিয়ে দিয়েছেন রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভাস। প্রশাসনের নির্দেশ মেনে চলার আশ্বাস দিয়েছেন মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়।

তবে তারাপীঠ এলাকায় হোটেল বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেয়া হলেও খুলে রাখা হচ্ছে  তারাপীঠ মন্দির। সেই সঙ্গে ভক্তদের জন্য জারি থাকছে বিধি নিষেধ। ঠিক হয়েছে মন্দিরে ৫০ জনের বেশি ভক্তকে একসঙ্গে থাকতে দেওয়া হবে না। এদিকে বহিরাগত ভক্তদের তারপীঠে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।

Loading