শান্তি রায়চৌধুরী: ঠান্ডায় কাঁপছে দার্জিলিং। মাসে চারবার তুষারপাত হলো দার্জিলিঙে। বলা যেতে পারেবরফে ঢাকা দার্জিলিং।
বুধবার ও বৃহস্পতিবার রাতে সান্দাকফু, জোড়বাংলো, টাইগার হিলে, চিমনে, চট্ক পুরে বরফ পড়েছে। এই দুই এলাকার এই দুদিন তাপমাত্রা ছিল হিমাঙ্কের কাছাকাছি। এনিয়ে গত এক মাসে ৪ বার তুষারপাত হল দার্জিলিঙে।
বৃহস্পতিবার সকাল থেকে দার্জিলিংয়ের তাপমাত্রা নামতে শুরু করেছে। রাজভবন চত্বরে তাপমাত্রা ছিল মাইনাস ০.৫ ডিগ্রি সেলসিয়াস। সেন্ট জোসেফ স্কুল চত্বরে তাপমাত্রা ছিল ১.২ ডিগ্রি। দুপুরের দিকে কিছুটা বাড়লেও রাতে তাপমাত্রা অনেকটাই নামবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ায় জন্য আগামীকাল শুক্রবার থেকে আকাশ মেঘমুক্ত থাকবে। অন্যদিকে, সিকিমের লাচেন, লাচুংয়ে তুষারপাত চলছেই। এদিন সিকিমের তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রী সেলসিয়াস, যা বছরের সব সর্বনিম্ন।