শান্তি রায়চৌধুরী: অর্থসম্পদে ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানিকে টপকে গেলেন শিল্পপতি গৌতম আদানি। গতকাল বৃহস্পতিবার শেয়ার বাজার বন্ধের পরে ধনীর তালিকার শীর্ষে ওঠেন আদানি। এর আগে ২০২১ সালের নভেম্বরেও একবার আম্বানি পরিবারকে ছাড়িয়ে গিয়েছিল আদানির মোট সম্পদের মূল্য।

সর্বশেষ হিসাব বলছে, আদানির সম্পত্তির পরিমাণ প্রায় ৮৯ দশমিক ৫ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬ দশমিক ৭২ লাখ কোটি টাকা)। সেখানে আম্বানির সম্পদ ৮৯ দশমিক ৪ বিলিয়ন ডলার (প্রায় ৬ দশমিক ৭১ লাখ কোটি টাকা)।

 26 total views,  2 views today