নিজস্ব প্রতিনিধি – কলকাতার রানাঘাট স্টেশনে একটা গান গেয়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান রানু মণ্ডল। রাতারাতি তারকা বনে যান তিনি। সেখান থেকে বলিউডেও পাড়ি দিয়েছিলেন। পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে প্লেব্যাকও করেন তিনি। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, সময়ের পরিক্রমায় আবারও নিজের পুরনো অবস্থানে ফিরে এসেছেন তিনি। রানু মন্ডলের জীবনের এই জোয়ার-ভাটার গল্পটা এবার উঠে আসবে সিনেমার পর্দায়। হ্যাঁ,তাকে নিয়ে সিনেমা হচ্ছে। নাম ‘মিস রানু মারিয়া’। নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ঋষিকেশ মন্ডল। এতে রানু মন্ডল চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ঈশিকা দে। ভারতীয় একটি সংবাদ মাধ্যমে ঈশিকা বলেন, ‘আমাদের শুটিং শুরু হবে আগামী নভেম্বরে। পুরো টিমটাই বাংলার। কিন্তু এটা হিন্দি সিনেমা। কলকাতা, রানাঘাট, মুম্বাই মিলিয়ে শুটিং হবে। মূলত রানু মন্ডলের ব্যাক স্টোরির উপর আমরা জোর দিচ্ছি। রানু মন্ডলের ইয়াং বয়স, স্ট্রাগল, কেমন ছিলেন, কোথা থেকে কোথা এলেন, কেন ভিক্ষা করতে হলো এসব আরকি’।

রানু মন্ডলের সঙ্গে এখনো দেখা হয়নি ঈশিকা দের। বিভিন্ন ভিডিও দেখে নিজেকে প্রস্তুত করছেন তিনি। তার ভাষ্য, ‘ফেসবুকের নানারকম ভিডিও দেখে আমার ভালো লাগে। সবাই যে সব কিছু পারে, তা তো নয়। কিন্তু চেষ্টাটাই আসল। যেমন হুইল চেয়ারে বসে কেউ নাচ করছে। এসব দেখতে আমার ভালো লাগে। সবার মধ্যেই শেড আছে। আমার বন্ধু কমলিকা ভট্টাচার্য পেশায় সাইকোলোজিষ্ট। মানুষের কোথা থেকে কি হতে পারে, এই জার্নির যে মানসিক দিকটা, তা ওর থেকে জানার চেষ্টা করছি। সেটাও প্রস্তুতির অঙ্গ।

Loading