শান্তি রায়চৌধুরী: দীর্ঘ অপেক্ষার অবসান, আজ থেকেই সারা দেশে দেওয়া শুরু হচ্ছে টিকার বুস্টার ডোজ।
রাজ্য, দেশ থেকে বিশ্ব – করোনা সংক্রমণের কোপে থর হরি কম্প পরিস্থিতি। উদ্বেগ বাড়িয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন । এই পরিস্থিতিতে করোনা যুদ্ধে নতুন অস্ত্র বুস্টার ডোজ। বড়দিনের রাতে বুস্টার ডোজের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। দীর্ঘ অপেক্ষার পর, সোমবার অর্থাৎ আজ থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে। ব্যাতিক্রম নয় কলকাতাও।
36 total views, 2 views today