শান্তি রায়চৌধুরী: বৈশ্বিক মহামারি করোনার দুই বছরে শিক্ষণীয় অভিজ্ঞতা তুলে ধরতে আগামী বছরের শুরুতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন হবে। ভার্চুয়ালি এই সম্মেলনের আয়োজন করেছে ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এবং বাংলাদেশ হেলথ ওয়াচ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি এই সম্মেলন হওয়ার কথা রয়েছে।

করোনায় অর্জিত শিক্ষা নিম্ন ও মধ্যম আয়ের দেশের পরবর্তী প্রজন্মের জন্য স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার কাজে কীভাবে ব্যবহার করা যায়, সেই জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টরা জানান, সম্মেলনে বাংলাদেশসহ কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ফ্রান্স, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, সুইডেন, ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড ও ইংল্যান্ডের মতো দেশগুলো থেকে বরেণ্য ব্যক্তি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন।

 সম্মেলনের প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ডেভিড নাবারো প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন।

সম্মেলনে ছয়টি অধিবেশন থাকবে। যেখানে অতিথিরা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রশ্নোত্তরের মাধ্যমে করোনাকালীন স্বাস্থ্যব্যবস্থায় ঘাটতিসমূহ পূরণ করে কীভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা যেতে পারে সে বিষয়ে আলোকপাত করবেন।

 তিন দিনব্যাপী এই সম্মেলনে আলোচ্য বিষয় থাকবে করোনা অতিমারি থেকে আমরা কী শিক্ষা পেলাম,  এবং ভবিষ্যতের মহামারি ও স্বাস্থ্যব্যবস্থার জন্য প্রস্তুতি।

সম্মেলনে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের লিংক ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ  ওয়েবসাইটে দেওয়া হবে জানুয়ারির শুরুতে।

Loading