শান্তি রায়চৌধুরী; বিশ্বজুড়ে করোনার বাড়বাড়ন্ত। তার ওপর রয়েছে ওমিক্রনের দাপট। প্রায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যার রেকর্ড ভাঙছে। করোনার থাবায় আমেরিকায় দৈনিক সংক্রমণ ১০ লক্ষও পেরিয়ে গেল। সোমবার, আমেরিকায় ২৪ ঘণ্টায় সাড়ে ১০ লক্ষের বেশি করোনা আক্রান্তের হদিস মিলেছে। গত ৩ জানুয়ারি আমেরিকায় আক্রান্তের সংখ্যা ছিল ১০ লক্ষের সামান্য বেশি।
আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সেদেশের হাসপাতালে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। এক সংবাদ সংস্থার দাবি, এই মুহূর্তে আমেরিকায় ১ লক্ষ ৩৫ হাজার ৫০০ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি। গত বছর জানুয়ারিতে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ছিল ১ লক্ষ ৩২ হাজার ৫১ জন।
28 total views, 2 views today