শান্তি রায়চৌধুরী: ফেব্রুয়ারীতে ভারতে প্রতিদিন করোনা আক্রান্ত হতে পারেন ৩ থেকে ১০ লক্ষ মানুষ। এমনই পূর্বাভাস দিয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের গবেষকরা। তাঁরা পরিসংখ্যান তুলে ধরে এই পূর্বাভাস দিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, জানুয়ারি মাসের শেষদিক থেকেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ভয়াবহ আকার নেবে। আর ফেব্রুয়ারির শেষদিক পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলবে। তারপর এই

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। পরিসংখ্যানবিদরা জানিয়েছেন, ভারতে প্রতিদিন তিন লক্ষ, তারপর ৬ লক্ষ এবং শেষে ১০ লক্ষ করে ব্যক্তি করোনা আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিসংখ্যানবিদরা আরও জানিয়েছেন, ফেব্রুয়ারির শুরুতে কেরল ও তামিলনাড়ুতে প্রতিদিন এক লক্ষ এবং ৮০ হাজার করে ব্যক্তি করোনা আক্রান্ত হতে পারেন। জানুয়ারি মাসের শেষদিক থেকে দিল্লিতে প্রতিদিন ৭০ হাজার জন করে করোনা আক্রান্ত হতে পারেন। ফেব্রুয়ারিতে দিল্লিতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।

Loading