নিজস্ব প্রতিনিধি: রাজ্যে মিনিবাস ও বেসরকারি বাসে কি অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা নিয়ে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার নির্দেশ দিল যে পরিবহন দফতরের সচিবকে জানাতে হবে বাসে ভাড়া নেওয়ার ক্ষেত্রে কী নিয়ম রয়েছে? না কি বাস যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া নেওয়া হচ্ছে? তা-ও জানাতে বলেছে আদালত। এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে আদালত।