শান্তি রায়চৌধুরী: রাজ্যে ডাক্তারি স্নাতকোত্তর স্তরে ৬৫০ আসন বাড়াতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই বিষয়ে ইতিমধ্যেই রাজ্যকে চিঠি দিয়ে জানান হয়েছে। এই নিয়ে রাজ্যের সব মেডিক্যাল কলেজগুলির সঙ্গে বৈঠক হবে ২৫ ফেব্রুয়ারি।
প্রসঙ্গত, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ, দেবেন মাহাত মেডিক্যাল কলেজ পুরুলিয়া, কোচবিহার মেডিক্যাল কলেজ, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ এবং রামপুরহাট মেডিক্যাল কলেজে সবচেয়ে বেশি স্নাতকোত্তর আসন বাড়ানোর কথা বলেছে স্বাস্থ্যমন্ত্রক। এই প্রথম রাজ্যের প্রায় সব মেডিক্যাল কলেজগুলিতে ইমার্জেন্সি মেডিসিনে স্নাতকোত্তর কোর্স চালু করার কথাও বলা হয়েছে নির্দেশিকায়।
42 total views, 2 views today