শান্তি রায়চৌধুরী: এবার যাত্রীদের জন্য রেলের শিষ্টাচার নির্দেশিকা। রেল সূত্রে খবর, সোশাল মিডিয়া
চালু হওয়ার পর, যাত্রীদের আচার, ব্যবহার সম্পর্কিত অভিযোগের সংখ্যা বেড়েছে। এই পরিস্থিতিতে সকলের সুবিধার কথা মাথায় রেখে যাত্রীদের শিষ্টাচার সম্পর্কিত নির্দেশিকা জারি করেছে রেলমন্ত্রক নির্দেশিকায় বলা হয়েছে –
**রাত ১০টার পর ট্রেনের কামরার আলো নেভাতে হবে।
*মোবাইল ফোনে জোরে জোরে কথা বলা যাবে না। *কামরার ভিতরে তারস্বরে গান বাজানো নিষেধ।
**রাত ১০টার পর কথা বলতে হবে নিচু স্বরে, যাতে অন্য যাত্রীদের অসুবিধা না হয়।
এই সমস্ত কিছুর ওপর নজর রাখার দায়িত্ব থাকবে টিকিট পরীক্ষক, আরপিএফ, কেটারিং, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল বিভাগের অন-বোর্ড কর্মীদের উপর। যাত্রীদের সঙ্গে রেল কর্মীদের নম্র ব্যবহার করতে হবে বলেও রেলের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে।