শান্তি রায়চৌধুরী; টেট নিয়ে আরও কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। পরীক্ষার ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশ করার নির্দেশ দিল আদালত। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, ওই নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ওএমআর শিট প্রাথমিক শিক্ষা পর্ষদকে অবিলম্বে প্রকাশ করতে হবে। পর্ষদ জানিয়েছে, আদালতের নির্দেশ মেনে ওএমআর শিট দেখাতে তাদের কোনও সমস্যা নেই।

২০১৪ সালে প্রাথমিক স্কুলে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। মামলাকারী পরীক্ষার্থীর দাবি, বোর্ড বলছে তিনি ওই পরীক্ষায় উত্তীর্ণ হননি। অথচ নম্বর প্রকাশ করা হচ্ছে না। ফলে মেধাতালিকায় নাম রয়েছে কিনা তা জানা যাচ্ছে না। পরে একই দাবিতে আরও ২৭জন পরীক্ষার্থী এই মামলায় যুক্ত হন। তাঁদের আবেদনে সাড়া দিয়ে আদালত উত্তরপত্র প্রকাশের নির্দেশ দেয়।

Loading