শান্তি রায়চৌধুরী: পশ্চিমী ঝঞ্ঝা উধাও হতেই বঙ্গে ঝাঁকিয়ে পড়ল শীত। রাজ্যে বইছে উত্তুরে হাওয়া। এক ধাক্কায় পারদ নেমেছে ৩ ডিগ্রিতে। জানুয়ারির শেষ তিনদিন আরও নিম্নমুখী হবে শহরের তাপমাত্রা। ১২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে,উত্তরবঙ্গে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিঙে।