শান্তি রায়চৌধুরী: বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান আইটি ব্র্যান্ডের তকমা পেল টিসিএস। ব্র্যান্ড ফাইন্যান্স ২০২২ রিপোর্ট অনুসারে এই অন্যতম সেরার শিরোপা পেয়েছে টাটা গ্রুপের এই কোম্পানি। বিশ্বব্যাপী আইটি পরিষেবা খ্যাত হওয়ার জন্যই এই মান পেয়েছে সংস্থা।

এই তালিকায় সবার ওপরে নাম রয়েছে একসেনচার। বিশ্বের সবচেয়ে মূল্যবান ও শক্তিশালী আইটি পরিষেবা ব্র্যান্ডের শিরোনাম ধরে রেখেছে এই কোম্পানি। রেকর্ড ৩৬.২ বিলিয়ন ডলারের ব্র্যান্ড ভ্যালু ধরে রেখেছে কোম্পানি। তৃতীয় স্থানে রয়েছে ইনফোসিস। গত বছর থেকে ৫২ শতাংশ ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি হয়েছে এই সংস্থার।

 20 total views,  2 views today