শান্তি রায়চৌধুরী; শারিরীক স্বাস্থ্যের উন্নতি হলেও সংকটজনক গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। এখনও ভাসোপ্রেসার ও অক্সিজেন সাপোর্ট দেওয়া রয়েছে তাঁকে। সদ্য পাওয়া মেডিক্যাল বুলেটিন বলছে, তাঁর শারিরীক পরিস্থিতি বুঝেই তাঁকে জেনারেল বেড থেকে আইটিইউতে সরানো হয়েছে। তাঁর রক্তচাপে অস্বাভাবিকতা রয়েছে। আজ তাঁর করোনা পরীক্ষা করা হলে ফের পজিটিভ এসেছে রিপোর্ট।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মানসিকভাবে সচেতন রয়েছেন গীতশ্রী। পরিচিতদের চিনতে পারছেন। খাবার খেতে পারছেন। কিন্তু এরপরেও হাসপাতালের দাবি এখনও সংকটমুক্ত নন তিনি। তাঁর তাঁর কোমরের আঘাত নিয়েও চিন্তাভাবনা করছেন চিকিৎসকরা। বসানো হয়েছে মেডিক্যাল বোর্ড। তবে কোভিড সংক্রমণজনিত সমস্ত জটিলতা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

Loading