শান্তি রায়চৌধুরী: আসন্ন আইপিএলে ধোনিকে দেখা যাবে ,তবে ২২ গজে নয়, এবার একেবারে অন্য ভূমিকায়। এক গ্রাফিকাল নভেল অথর্ভ দ্য অরিজিনে দেখা যাবে প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ককে। বুধবার নিজেই সেই নভেলের ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন ধোনি। নিজের সোশ্যাল মিডিয়া মাইথোলজিক্যাল ওয়েব সিরিজটির একটি দৃশ্য প্রকাশ্যে এনেছেন মাহি। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু রাক্ষসের সঙ্গে লড়াই করছেন ধোনি। নিজের পোস্টের ক্যাপশনে ক্যাপ্টেন কুল লিখেছেন, ”আমার নতুন অবতার অথর্ভ। সবার সামনে প্রকাশ্যে ঘোষণা করলাম।” পুরোটাই আসলে একটি অ্যানিমেটেড ওয়েব সিরিজ। যার প্রযোজনা সংস্থা ধোনি এন্টারটেইমেন্ট। যা শুরু হয়েছিল ২০১৯ সালে।
58 total views, 2 views today