নিজস্ব প্রতিনিধি: ভারতের সরকারের কাছ থেকে এয়ার ইন্ডিয়ার মালিকানা কিনে নেওয়ার পর এবার নতুন পরিচালক নিয়োগ দিয়েছে টাটা সন্স।

সোমবার এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী ও পরিচালক হিসেবে বিজনেস টাইকুন রতন টাটার প্রতিষ্ঠান টাটা সন্স বেঁছে নিয়েছে তুরস্কের ব্যবসায়ী ও তুর্কি এয়ারলাইন্সের প্রাক্তন পরিচালক ইকার আইসিকে।

টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন জানান, বিমান শিল্পে ইকার আইসি একজন  নেতা।  তুর্কি এয়ারলাইন্স তাদের বর্তমান অবস্থানে এসেছে ইকার আইসিরি নেতৃত্বে।

তাই আমরা ইকারকে টাটা গ্রুপে আমন্ত্রণ জানাচ্ছি।

 46 total views,  2 views today