শান্তি রায়চৌধুরী: কলকাতা বিশ্ববিদ্যালয়ে বারবার দেখা দিচ্ছে পড়ুয়াদের বিক্ষোভ। কিছুদিন আগে বিভিন্ন বিষয় নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে পড়ুয়াদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে।

এবার আরও একবার স্নাতকোত্তর স্তরে আসন বৃদ্ধির দাবিতে সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে বিক্ষোভ দেখাল স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা।

কার্যত তাঁদের দাবি, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হলেও স্নাতকোত্তরে এখনো পর্যন্ত আসন বৃদ্ধি করা হয়নি। এ ব্যাপারে বারবার ডেপুটেশন দিলেও কোন কাজ হয়নি।

অন্যদিকে সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে পড়ুয়াদের দেখা করার কথা থাকলেও সেখানে উপস্থিত ছিলেন না উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার। যথারীতি স্নাতকোত্তর ছাত্রছাত্রীরা আর কোন রাস্তা না দেখে শেষ পর্যন্ত বেছে নেন বিক্ষোভের পথ। কার্যত দাবি না মানা পর্যন্ত তাঁরা অবস্থান-বিক্ষোভ চালাবেন বলে জানিয়েছে।

অন্যদিকে করোনা পরিস্থিতিতে যখন কলকাতা আতঙ্কের শীর্ষ তালিকায় রয়েছে, সে সময় করোনা বিধিনিষেধ উড়িয়ে দিয়ে এভাবে প্রতিবাদ করা বা বিক্ষোভ দেখানো নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

Loading