নিজস্ব প্রতিনিধি – ত্রিপুরায় বিপ্লব দেবকে ধাক্কা দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের একের পর এক নেতা সেখানে গিয়ে হামলার শিকার হলেও পিছপা হতে রাজী নয় ঘাসফুল শিবির। মঙ্গলবারই রাজ্যসভায় তৃণমূলের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন সুস্মিতা দেব। ত্রিপুরা-আসামসহ গোটা উত্তরপূর্বে এখন নজর সন্তোষ মোহন দেব কন্যার। এবার গোয়ায় নজর কাড়ল তৃণমূল।
গোয়ার বিভিন্ন জায়গায় দেখা মিলল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানারের। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা ‘গোয়াঞ্চি নভি সকাল’। উত্তরপূর্বের দুই রাজ্যে, উত্তরপ্রদেশসহ এবার গোয়াতেও যে দলের সংগঠন বিস্তারে ঝাঁপাচ্ছে তা ওই ব্যানার থেকেই স্পষ্ট। তৃণমূলের গোয়া সংগঠানের তরফে এক টুইটে পোস্ট করা হয়েছে ওই ব্যানারের ছবি। সেখানে লেখা হয়েছে, ‘আমরা এখন গোয়ায়। আমরা এখানে লড়তে এসেছি। থাকতে এসেছি। জিততে এসেছি’।
সোমবারই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজেনহো ফেলেইরো। দল ছেড়েই তার মন্তব্য, মমতাকে চাইছে গোয়া। গতকাল কলকাতায় তৃণমূলে যোগ দেন। দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা সম্পর্কে উচ্ছ্বসিত ফেলেইরো। গত মঙ্গলবার সংবাদমাধ্যমে তিনি বলেন, মমতা মহিলা উন্নয়নের কান্ডারী। স্ট্রিট ফাইটার। গোয়ায় তাঁকে প্রয়োজন। মমতাকে অনুরোধ, গোয়ায় এসে তিনি দায়িত্ব নিন।
72 total views, 2 views today