নিজস্ব প্রতিনিধি –  গুলাব মোকাবিলায় জন্য কলকাতা পুলিশের বিশেষ দল গড়ল লালবাজার । সেই সঙ্গে তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। আর ৫ অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। আবহবিদের পূর্বাভাস  ঘূর্ণিঝড় গুলাবের প্রভাব রাজ্য সরাসরি না পড়লেও, মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা ও উপকূলবর্তী জেলাগুলিতে।  তাই এই পরিস্থিতিতে দুর্যোগ আসার আগেই তৎপর হল লালবাজার।আর ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য একটি বিশেষ দল গঠন করেছে কলকাতা পুলিশ। এই বিশেষ দলে থাকছেন কলকাতা পুরসভা , পূর্ত দফতর, দমকল ও কলকাতা বিদ্যুৎ পর্ষদ এর প্রতিনিধিরা। সেই সঙ্গে লালবাজারের কন্ট্রোল রুমে খোলা হয়েছে ইউনিফায়েড কম্যান্ড সেন্টার। জমা জল, ভেঙে পড়া গাছ সরানো, দুর্গতদের দ্রুত উদ্ধারের জন্য ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২২টি দল।

Loading