শান্তি রায়চৌধুরী; পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হতে চলেছে। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জানা গিয়েছে, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে কোন জনসভা, মিছিল, রোড শো, বাইক র্যালি করা যাবেনা। কার্যত নির্বাচনী বিধি নিষেধ নিয়ে আজ শনিবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গিয়েছে। অতএব সমস্ত বিধিনিষেধ মাথায় রেখে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে পরিপ্রেক্ষিতে কিভাবে প্রচার চালাবে রাজনৈতিক দলগুলি, সেটাই এখন দেখার।
24 total views, 2 views today